আমার এই বছরে কোন প্রফিট করতে পারি নি। মার্কেট এর সঠিক মত এনালাইসিস করতে পারছি না এবং মার্কেট এর মুভমেন্টটা ও অন্যরকম হচ্ছে। প্রফিট করতে পারি নি। কিন্তু 11 ডলার এর মত লসে আছি। কে কত টাকা এই বছরে প্রফিট করেছিন?
Printable View
আমার এই বছরে কোন প্রফিট করতে পারি নি। মার্কেট এর সঠিক মত এনালাইসিস করতে পারছি না এবং মার্কেট এর মুভমেন্টটা ও অন্যরকম হচ্ছে। প্রফিট করতে পারি নি। কিন্তু 11 ডলার এর মত লসে আছি। কে কত টাকা এই বছরে প্রফিট করেছিন?
এ বছরে ফরেক্স মার্কেটে আমার প্রফিট অনেক কম কিন্তু লস অনেক বেশি । এমত অবস্থায় আমি একটি দিশেহারা অবস্থায় আছি আসলে অনেক বড় একটি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত করে ফেলেছি যার কারণে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো একটা প্রোফাইল তৈরি করতে পারছি না। এজন্য আমি অনেক চেষ্টা করতেছি আসলে আমি সেই পুরনো ব্যালেন্সটা ফিরে আনার জন্য কিন্তু আমার চেষ্টা করো ভাবে সফল হচ্ছে না। তাই আমি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এখন ট্রেড করতেছি কিছুটা অল্প কিছু লাভ আছে কিন্তু এখনও প্রফিট উত্তোলন করার মত পর্যায়ে যাইতে পারি নাই
এ বছর আমি তেমন কোনো প্রফিট করতে পারিনি। প্রথম দুই মাস ব্যালেন্স না থাকার কারণে ট্রেডিং করতে পারিনি। গতমাসে ব্যালেন্স পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১০ ডলার প্রফিট করতে পেরেছি। আগে অনেকবার আমার ভুলের কারণে ব্যালেন্স জিরো করেছি। তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার অত্যন্ত ধীর গতিতে ট্রেডিং করে যাচ্ছি। এবারে আমার লক্ষ্য প্রফিট করা নয় বরং ব্যালেন্স ধরে রাখার মাধ্যমে মার্কেটে টিকে। এখন পর্যন্ত বলা যায় আমার সেই লক্ষ্যের পথে অনেকটা সফলভাবে এগোচ্ছি।
ফরেক্সে আয় করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করতে হয় আমি সেই যোগ্যতা এখনো অর্জন করে যাচ্ছি। আমি এক বছরে যা প্রফিট করা করেছি তা নিয়ে আমি সন্তুষ্ট। তবে আশা রাখি প্রতি মাসে যদি সঠিকভাবে বোনাস পেয়ে থাকি তাহলে আরো ভাল প্রফিট করতে পারব। তবে এখন পর্যন্ত ২০০ ডলারের মত প্রফিট করতে পেরেছি। কিন্তু মার্চ মাসের আর চলতি মাসের ভাল বোনাস যদি পেয়ে থাকি তাহলে আশা করি আরও ভাল প্রফিট করতে পারবো। যদি মার্কেটের মুভমেন্ট ভালো থাকে। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বোনাস পাওয়ার পর যা প্রফিট করেছি তাতে সন্তুষ্ট হয়নি। কেননা মার্কেটের মুভমেন্ট বেশি একটা খুব ভাল যাচ্ছে না। খুব রিস্ক নিয়ে ট্রেড করতে হচ্ছে।
আমি কখনো মাসিক বা বাৎসরিক হিসাব করি না প্রতিনিয়তই আমি ফরেক্স মার্কেটে কাজ করে যাচ্ছি এবং আমার যখন প্রফিট হয় আমি প্রফিত টা তুলে সেটা ব্যবহার করছি আমি কখনো হিসাব করিনি কত আয় করেছি এটি দেখাটাও খুব কঠিন কিছু নয় খুবই সহজ ব্যাপার কিন্তু তারপরও আমি এই জিনিসটা কখনো লক্ষ করিনি আমি মনে করি ওই জিনিসটার ওপর লক্ষণা করে যদি আমি আমার নিজের জ্ঞান প্রশিদ্ধ করার জন্য বেশি সময় দিও তাহলে আমার বেশি উপকার হবে