আপনার মূলধনের ক্ষতি হলে,বা আপনার কৌশল কার্যকর হয় না,অথবা কোনও কারণে আপনাকে ফরেক্সে হারাতে বাধ্য করে তখন আবার শুরু করার করার জন্য কী কী বিকল্প পরিকল্পনা আপনি আগে থেকেই আঁকেন? নাকি পরে চিন্তা করে সব কিছু ঠিক করেন? নাকি প্রথম থেকেই বিকল্প পরিকল্পনা নিয়ে থাকেন যে প্রথম টি নষ্ট হয়ে গেলে আমি অন্য পন্থা অবলম্বন করবো?