জানুয়ারি এবং ফেব্রুয়ারী মাসের বোনাস এক সঙ্গে পেলেও লাইকের বোনাস পাওয়ার যায়নি, শুধু পোস্টের বোনাস পেয়েছি। ভেবেছিলাম মার্চ মাসে জানুয়ারি এবং ফেব্রুয়ারী লাইকের বোনাস পেয়ে যাব। কিন্তু আজ মার্চ মাসের বোনাস দিলেও শুধু পোস্টের বোনাস পেলাম। এই মাসেও লাইকের বোনাস পেলাম না। তাহলে কি লাইকের জন্য বোনাস বাতিল হলো কি? সম্মানিত মডারেটর মহোদয় মতবাদ আশা করছি।