-
সবাই কি বোনাস পেয়েছেন?
ফরেক্স মার্কেটে আমরা অনেকেই ট্রেড করি অনেকেই পোস্টিং বোনাস এর মাধ্যমে কাজ করি সেই কাজের মাধ্যমে আমরা যে বোনাস পাই বোনাস টা আজকে আমি পেয়েছি আশাকরি হয়তোবা সবাই এই বোনাসটা পেয়েছেন। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার অর্জিত বোনাস দেখাচ্ছে 127 ডলার কিন্তু আমি বোনাস পেয়েছি মাত্র 61 ডলার এর কারণটা আমি বুঝতে পারতেছি না। এরকম কেন হচ্ছে আর বোনাস এর পরিমাণ হেত কম কি কারণে বুঝতে পারতেছি না আসলে আগে এ ধরনের সমস্যা খুব কম হতো কিন্তু এখন সদস্য সংখ্যা কমে যাওয়ার কারণে কি এ ধরনের সমস্যা হচ্ছে। বোনাস এত কম পাচ্ছি আমরা নাকি অন্য কোন সমস্যা।
বুঝলাম না আসলে সমস্যাটা কি শুধু আমার হচ্ছে নাকি অন্য কারো এই সমস্যা হয়েছে। যদি কারো হয়ে থাকে জানাতে পারেন প্লিজ আর না হলেও জানানোর চেষটা করবেন।
-
হ্যাঁ আমরা বোনাস পেয়েছি, কিন্তু গত তিন মাস ধরে পোস্টিং এর জন্য বোনাস পেলেও লাইক এর জন্য বোনাস পাচ্ছিনা। আপনার মত সবাই প্রত্যাশা অনুযায়ী বোনাস পাচ্ছিনা, কারণ হলো সাম্প্রতিক সময়ে লাইক এর জন্য বোনাস প্রদান না করা। আসলে এর মূল কারণ কি সেটা আমাদের সবার কাছেই অজানা। এই প্রশ্নটিই আমাদের প্রত্যেকের মধ্যেই এখন বিরাজ করছে, 'forex-forum কি তাহলে লাইক এর জন্য বোনাস প্রদান বাতিল করল?' যদি বাতিল করে থাকে আমি মনে করি সেটাও আমাদের জানিয়ে দেয়া উচিত। এ ব্যাপারে আমি সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন একটি পোষ্টের মাধ্যমে এই বিষয়টি আমাদের ক্লিয়ার করে দেন। এ ব্যাপারে গত মাসেও মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করলেও কোন ধরনের রিপ্লাই পাওয়া যায়নি।
-
বোনাস প্রদানে মনে হয় কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। কেননা এই বছর এর শুরু থেকে বোনাস প্রদানের সময় লাইক এর উপর নির্ভর কৃত বোনাস প্রদান করা হয়নি। সদস্য গণ পোষ্টিং এর তুলনায় লাইক থেকে বেশি উপার্জন করতে পারে কিন্তু গত 3 মাস টা বন্ধ রয়েছে কেনো জানিনা।
-
গত মাসে আমি পোষ্ট এর জন্য দুই ডলার পেয়েছি।আমি বেশি পোস্ট করিনি তা ই কম বোনাস পেয়েছি।ফোরাম থেকে গত কয়েক মাসে লাইক এর জন্য বোনাস দেইনি ।কেন লাইক এর জন্য বোনাস দিচ্ছে না তা সকল ফোরাম সদস্য এর কাছে অজানা।যদি উপযুক্ত লাইক বোনাস না দেওয়া হলে আমাদের পোস্ট করার আগ্রহ হারিয়ে যাবে।
-
বোনাস পেয়েছি মার্চ মাসের তবে লাইক এর জন্য বোনাস পাইনি। লাইক ছাড়া পোষ্টের জন্য মনে হয় খুবই সামান্য হয়ে থাকে। আমারে একুমুলেটেড বোনাস ছিল ১২০ ডলার কিন্তু আমি মাত্র ৯২ ডলার পেয়েছি। কেন লাইকের জন্য বোনাস দিচ্ছে না এ বিষয়ে কনফার্ম করে কিছু বলতে পারছিনা। তবে আমার মনে হয় টেকনিকেল কোন সমস্যার কারনেই এরকম হচ্ছে। আশা করি খুব দ্রুত আমরা এই সমস্যার সমাধান পাব এবং পোষ্টের বোনাসের সাথে লাইকের বোনাসও পাব। আশা করি সঠিক পোস্টের মানের মূল্যায়ন হবে।
-
ফোরামের এই মাসের বোনাস খুব কম পেয়েছি মাত্র এক ভিজিটের একটি সংখ্যা। মাননীয় মডারেটরদের বিষয়গুলো নিয়ে দেখা উচিত কারণ সমস্যাটি কারো একার না সবার। গত তিন মাস যাবৎ বোনাসের এমন সমস্যা হচ্ছে।
-
আসলে আমি যে বোনাসটি পেয়েছি তা মোটেও আশানুরূপ নয়। আমি কখন ভাবতে পারি নাই যে ব্রোকারকর্তৃক এতো খারাপ বোনাস দিতে পারে । আমি আশা করছি খুব দ্রুত এই বিষয়ের ওপর একটি সুরাহা হবে এবং ট্রেডারগনের ভালো মন্দ বিষয়গুলো নিয়ে ভালো সমাধান হবে