উইথড্রো দিচ্ছিলাম কিন্তু হচ্ছে না সমস্যা কি?
আমি উইথড্র দিতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না কারণ আমি জানি না আমার ট্রেড ক্লোজ করে দিয়ে আমি চেসটা করতেছি কিন্তু তারপরও হচ্ছে না। কি জন্য হচ্ছে না সেটা আমি সঠিক ভাবে জানি না। আর ইউরো উইক এ ট্রেড না করলে নাকি উইথড্র হবেনা। কিন্তু আমি ইউরো উইক এ দিয়েছি কিন্তু তারপরেও হচ্ছে না। ইউরো উইকএ কত সময় ট্রেড করে রাখতে হবে এবং কত ডলারের বিনিময় কত সেন্টএ ট্রড দিতে হবে এটা কারো যদি সঠিকভাবে জানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন এবং কত সময় ট্রেড ওপেন রাখতে হবে সেটাও জানাবেন প্লিজ।
আসলে উইথড্রো দিতে সমস্যা হচ্ছে কেন এটা কারো যদি সঠিকভাবে জানা থাকে তাহলে প্লিজ জানাবেন বিস্তারিতভাবে যে এই কারণে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমাকে যদি জানাতেন তাহলে ভালো হতো।