লাইক এর বোনাস কি পাবার সম্ভাবনা আছে?
আমরা ফরেক্স মার্কেটে যারা বোনাস পোসটিং এরমাধ্যমে যারা কাজ করি তারা সকলেই অনেক কষ্ট করি। এবং আমরা এই কষ্টের মাধ্যমে প্রতি মাসে কিছুই বোনাস পাই সে বোনাস পেয়ে আমরা বরাবর সন্তুষ্ট হই। কিন্তু গত কয়েক মাস যাবত আমরা যে লাইক এর মাধ্যমে যে বোনাসটা পেতাম সেটা আমরা পাচ্ছি না। এই লাইক এর বোনাস পাওয়ার সম্ভাবনা আছে কি। নাকি আর পাওয়ার কোন সম্ভাবনা নাই তাই জানার জন্য সবার কাছে আগ্রহ প্রকাশ করছি।
লাইক এর বোনাস না পাওয়ার কারণে আমাদের বোনাসের পরিমাণ অনেক কম হওয়ায় আমরা যে বোনাস পাইছি সেই বোনাস দিয়ে প্রফিট করা সম্ভব হচ্ছে না।