যে দোষে একজন ভালো ট্রেডারের পতন হয়।
ফরেক্স মার্কেট থেকে একজন ভালো ট্রেডারের পতন হওয়ার মূলে রয়েছে অতিরিক্ত লোভ। লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে পতন সুনিশ্চিত। ফরেক্স মার্কেটে লোভ করা ভালো নয়। কথায় আছে, “লোভে পাপ, পাপে মৃত্যু”। আজ পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে যতো ট্রেডার ঝড়ে গেছে তার মুল কারন হলো লোভ। একজন ভালো ট্রেডারের পতনের মূল কারন হলো লোভ। লোভ সামলাতে না পারলে ফরেক্সে আপনি বেশি দিন টিকতে পারবেন না। একজন অভিজ্ঞ ট্রেডারও অনেক সময় লোভে পড়ে ঝুকি নিয়ে ট্রেড করে বসেন, ফলে তিনি লসের সম্মুক্ষীন হন। দেখা যায় সপ্তাহের ৪ দিনই ভালো ট্রেড করছেন, লোভ করে ১ দিন বড় লটে ট্রেড নিয়ে লস করে বসেন। ৪ দিনে যা আয় করেছেন এক দিনে তারচেয়ে বেশি লস করে পথে বসে যান।
আরার অনেক সময় কোন ট্রেডারকে দেখা যায় দু’চারটা ট্রেডে লস করে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কোন একটা বড় লট ওপেন করে বসেন। দেখা যায় সেখানেও লস করে ব্যালেন্স জিরো করে হতাশ হয়ে পড়েন। এভাবে ব্যালেন্স জিরো করে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নেয়। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় লোভ সংবরন করে ট্রেড করা উচিত। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”।