স্টপ লস আর টেক প্রফিট কীভাবে সেট করা যায় তা জানালে খুবই উপকৃত হবো।
Printable View
স্টপ লস আর টেক প্রফিট কীভাবে সেট করা যায় তা জানালে খুবই উপকৃত হবো।
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স ট্রেডিংয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস। স্টপ লস এর মাধ্যমে আমাদের কাঙ্খিত লসকে নির্ধারণ করে আমাদের একাউন্টকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। অপর পক্ষে টেক প্রফিট হলো নির্ধারিত টার্গেট অর্জনের লক্ষ্যে যে টুলস এর ব্যবহার করে উক্ত টার্গেট ফিলাপ করে থাকি তাই টেক প্রফিট। স্টপ লস ও টেক প্রফিট সেট করার জন্য ট্রেডিং বিষয়ে আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলেই সঠিকভাবে স্টপ লস ও টেক প্রফিট সেট করা যাবে।
স্টপ লস এবং টেক প্রফিট টুলটি ব্যবহার করা অত্যন্ত সহজবোধ্য হওয়ায় এই টুল দুটি ফরেক্স প্লাটফর্ম এ বেশ জনপ্রিয় । এছাড়া এই টুল দুটির কার্যকারিতা খুবই ভাল হওয়ায় আমাদের ঘন্টার পর ঘণ্টা ট্রেড করার পর মার্কেটের দিকে খেয়াল রাখতে হয় না । ফলে আমাদের যেমন সময় বাচে তেমনি মানসিক চাপ অনেক কমে যায় । টুলগুলো ব্যবহার করবেন এভাবে যে প্রথমে ট্রেড ওপেন করুন যে কোন পেয়ার এ new order ক্লিক করে। ক্লিক করার পর সেই বক্স এ স্টপ লস এবং টেক প্রফিট লেখা দেখতে পারবেন । লেখার নিচে দুটি বক্স আছে, সেই বক্স এ আপনার স্ট্রেটেজি অনুযায়ী কত পিপ্স লাভ বা লস দিবেন তা ঠিক করে নিন । তারপর সেল বা বাই তে ক্লিক করে ট্রেড ওপেন করুন । ধন্যবাদ ।
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি মোবাইলে ফরেক্স ট্রেড করি এবং মেটা ট্রেডার অ্যাপ ব্যবহার করি। আমি ট্রেড ওপেন করার সময় স্টপ লস আর টেক প্রফিট টুল দেখতে পাই না। এক্ষেত্রে আমার কী করার আছে জানালে উপকৃত হবো।
স্টপ লস এবং টেক প্রফিট ফলাফল মার্কেটের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া ফরেক্স মার্কেটে স্বাভাবিক থাকাটা অসম্ভব কারণ ফরেক্স মার্কেটে যেকোনো সময় এর দিক পরিবর্তন করতে পারে যার ফলে ট্রেডার গান 24 ঘন্টার সবসময় মার্কেটে সময় দিতে না পারায় অনেক সময় দেখা যায় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বা অনেক সময় দেখা যায় লাভের ফ্রেন্ড বড় ধরনের সম্মুখীন হয়ে যায় সে ক্ষেত্রে ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম রয়েছে যেন পর্যাপ্ত পরিমাণ লাভের সময় অটোমেটিক এন্ট্রি কেটে যায় আবার নির্দিষ্ট পরিমাণ নিয়ে যেন পেট কেটে যায় সেক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা হয়ে থাকে যাতে করে মার্কেটে ব্যালেন্স এর উপর কোন প্রকার বড় ধরনের প্রভাব না পড়ে
আমাদের একাউন্ট রাখার স্বার্থে আমাদেরকে অবশ্যই সব সময় স্টপ লস এবং টেক প্রফিট অর্ডার ব্যবহার করা উচিত।
ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন।স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।