ফরেক্স হচ্ছে পৃথিবীতে এমন একটি মার্কেট প্লেস যেখানে দক্ষ ট্রেডার এর চেয়ে লুজার এর সংখ্যা অনেক বেশি।এই মার্কেটে প্রতি একশ জন ট্রেডার এর মধ্যে মাত্র পাচ জন টিকে থাকতে পারে।হয়তো বা বাংলাদেশ পৃক্ষাপটে এর চাইতেও কম।আমি অনেক ভাই কে দেখেছি ফরেক্স করতে আজ কেউ আর এই মার্কেট এর সাথে জরিত নেই।এমনকি যে ভাই এর কাছে ফরেক্স মার্কেটে এর প্রথমিক ধারনা পেয়েছি।সেও আজ ফরেক্স মার্কেট কে বিদায় জানিয়েছে।