1 Attachment(s)
গুগল ও আমাজন কোম্পানির বাংলাদেশে রেজিষ্ট্রেশন!
[ATTACH=CONFIG]14512[/ATTACH]
বিশ্বের সর্ববৃহৎ দুই টেক জায়ান্ট 'গুগল' ও 'আমাজন' বাংলাদেশ ব্যবসার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। বাংলাদেশে কোম্পানি পরিচালনা করার জন্য এটি অন্যতম একটি পদক্ষেপ। এই দুই টেক জায়ান্ট ১৭ কোটির এই বিশাল জনবহুল দেশে ব্যবসা করবে এবং তাদের আয়ের ১৫% তারা ভ্যাট হিসেবে সরকারকে প্রদান করবে। যা আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। গুগল ও আমাজনের ব্যবসা বাংলাদেশে বিস্তৃত হবার মধ্যে নিয়ে কর্মস্থান ও অর্থনীতিকে শক্তিশালী করার একটা ধাপ উন্মোচন হলো। এখন দেখার বিষয় সরকার কতটা ব্যবসা ও জনবান্ধন পরিবেশ তৈরি ও ধরে রাখতে পারে!