কোন ফরেক্স ব্রোকার থেকে সহজেই লভ্যাংশের টাকা তোলা যায়?
ফরেক্স ব্রোকার হিসেবে বাংলাদেশে অনেকগুলো ব্রোকার জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে অনেকেরই পেমেন্ট সিস্টেম খুবই সহজ, সহজ বলতে অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ডেবিট কার্ড এ, অথবা নেটেলার, স্ক্রীল এর মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে অনেকদিন থেকে Instaforex এ ট্রেডিং করে আসছি, এদের পেমেন্ট সিস্টেম খুবই ভালো, এদের এর একটি বিষয় অনেক ভাল লেগেছে যে, এতে কাস্টমার সার্ভিস খুবই স্ট্রং, বিশেষ করে বাংলা ভাষায়, যাদের সাথে অডিও কল এ মনের মাধুরী মিশিয়ে আপনার সমস্যার কথা জানাতে পারবেন, আর তারা সমস্যা সমাধানের ক্ষেত্রে খুবই আন্তরিক, আমি আরো অনেক ব্রোকারে কাস্টমার সার্ভিস নেয়ার ক্ষেত্রে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। হয়তো কিছু কিছু ব্রোকার এর বাংলায় সেবা দেয়ার সিস্টেম রয়েছে, তবে তা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম নয়।