-
ফরেক্সে লট বা ভলিউম কি?
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের একটি এককের মাধ্যমে ট্রেড করতে হয়। আর এই এককই হলো ফরেক্সে লট বা ভলিউম। লট বা ভলিউম ব্যাপারটি অনেক সহজ। লট বা ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারন করতে পারি যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হয়।
আমরা যদি ইউনিটের হিসাবে যাই একটু জটিল মনে হতে পারে। তাই একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে চাই-
ফরেক্স মর্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্ট লাভ করতে পারি। অর্থাত প্রাইন ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে।
লট বা ভলিউম কে ৩ ভাগে ভাগ করা যায়, যথা-
১। স্ট্যান্ডার্ড লট ব্রোকার
২। মিনি লট ব্রোকার
৩। মাইক্রো লট ব্রোকার।
স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট= ১০ পিপসমিনি লট
ব্রোকরে ১ লট= ১ পিপসমাইক্রো লট
ব্রোকারে ১০ লট= ১ পিপস।