প্রফিট করার থেকে লস না করাই অধিকতর গুরুত্বপূর্ণ।
পূণ্য অর্জন অপেক্ষায় পাপ বর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফরেক্স মার্কেটে প্রফিট করার থেকে লস না করা অধিকতর গুরুত্বপূর্ণ। আমাদের সব সময় প্রফিট করার থেকে লস না করার প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। আপনি যখন কোনো একটি ট্রেডে লস করবেন তখন মানসিক চাপ থেকে পরবর্তীতে সেই লস রিকভার করার জন্য হুটহাট ট্রেড নিয়ে বসবেন। আর তার ফলাফল দাঁড়াতে পারে আবারও লস। তার থেকে বরং অপেক্ষা করুন একটি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য। একটি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য যদি দুই/তিন দিন এমনকি এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। মনে রাখবেন সারা সপ্তাহের প্রফিটের জন্য একটি ভালো এন্ট্রি যথেষ্ট।