আমরা ফরেক্স মার্কেটে প্রথম যখন আসি তখন কোন কিছুই না শিখে ট্রড করে লস করে অনুধাবন করতে পারি যে ফরেক্স মার্কেটে সম্পর্কে না শিখলে বা জ্ঞান অর্জন না করলে এই মার্কেটে টিকে থাকতে পারবেনা।আর ফরেক্স মার্কেটে সম্পর্কে ভালো ভাবে জানতে পারলেই আমি গেইন করতে পারবো।আসলে এই ধারনা টাও ভুল।ফরেক্স মার্কেটে কি কাজ গুলো করলে আমরা লস করবো তা আমরা সবাই ভালো ভাবে জানি।তারপর আমরা এই ভুল গুলো বারবারই করি।যদি আমরা ফরেক্স মার্কেটে শিখে সেগুলো মানার চেষ্টা করি তাহলেই সফল হব।