এই টাকা কি আমি ফরেক্সে লাগিয়ে অল্প সময়ে সফল ও ধনী হতে পারবো? এক লক্ষ টাকা জমাতে যত কষ্ট হয়েছে, আর যত সময় লেগেছে, পরবর্তি এক লক্ষ জমাতেও সমান কষ্ট হবে না আশা করি, তাই আপনাদের কাছে জানতে চাওয়া। আশাকরি আপনাদের কাছ থেকে সদুত্তর পাবো, আপনাদে মুল্লবান মতামত আশা করছি ধন্নবাদ।