বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ইস্তফা দিলেন বাফেট
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের ওয়ারেন বাফেট। গতকাল বুধবার এক বিবৃতিতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ফাউন্ডেশনের ট্রাস্টি ওয়ারেন বাফেট।
বিবৃতিতে বাফেট জানান, ফাউন্ডেশনের সঙ্গে আমার লক্ষ্যের ১০০ শতাংশ সমন্বয় রয়েছে।
গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দুই হাজার সাতশ কোটি ডলারের বেশি দান করেছেন ওয়ারেন বাফেট। ফাউন্ডেশনের তিন জন বোর্ড সদস্যের একজন তিনি। বিল গেটসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটিতে দান করেনে বাফেট।
এর আগে, বিল এবং মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের পর তাদের ফাউন্ডেশনে এমনিতেই ধাক্কা লেগেছিল। এবার বাফেট সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তাতে আরও সংকট বাড়বে বলে মনে করছেন অনেকে।
বণিক বার্তা