আমরা হয়তোবা অনেকেই জানি যে প্রতিটি ট্রেড ওপেন করার পর ট্রেডটি লস থেকে শুরু হয়। আর এ লস থেকে শুরু হওয়ার মূল কারণ হলো প্রতিটি ট্রেড ওপেন করার ক্ষেত্রে স্প্রেড কেটে নেওয়ার ফলে আমাদের ট্রেডটি লস থেকে শুরু হয়ে থাকে।
Printable View
আমরা হয়তোবা অনেকেই জানি যে প্রতিটি ট্রেড ওপেন করার পর ট্রেডটি লস থেকে শুরু হয়। আর এ লস থেকে শুরু হওয়ার মূল কারণ হলো প্রতিটি ট্রেড ওপেন করার ক্ষেত্রে স্প্রেড কেটে নেওয়ার ফলে আমাদের ট্রেডটি লস থেকে শুরু হয়ে থাকে।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন একটি ট্রেড ওপেন করার পর সাধারণত সেটা কিছুটা -মাইনাস থেকেই শুরু হয়। এটা সাধারণত ট্রেডিং স্প্রেডের কারণে হয়ে থাকে। প্রতিটি ট্রেড ওপেন করার জন্য ব্রোকার একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন কেটে থাকেন। মূলত এটাই ব্রোকারের লাভ। আর এই কমিশনকেই ফরেক্সে স্প্রেড বলা হয়ে থাকে। আপনি কোন ট্রেডে প্রফিট করেন আর লস করেন ব্রোকার তার লাভের অংশ শুরুতেই স্প্রেডের মাধ্যমে কেটে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ব্রোকার বিভিন্ন সময়ে কমিশন এবং সব কেটে থাকেন। আপনি কোনো ট্রেড ওভারনাইট হোল্ড করলে ব্রোকার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী সোয়াপ কেটে থাকেন।