ফরেক্স মার্কেটে আপনি যতো বেশি সময় দিবেন ততো বেশি শিখতে পারবেন।
ফরেক্স মার্কেট এমন একটি বিজনেস প্ল্যাটফর্ম যেখানে আপনি যতো বেশি সময় দিবেন ফরেক্স আপনাকেও ততো বেশি ফেরত দিবে। তার মানে আপনি যতো বেশি সময় দিয়ে স্টাডিও এনালাইসিস করবেন আপনি ততো বেশি শিখতে পারবেন এবং বেশি সফলতা অর্জন করবেন। সময় দিলে যানতে পারবেন কখন মার্কেট ওপেন হয় কখন ক্লোজ হয়, কখন মার্কেট বেশি ওঠা নামা করে, কখন ট্রেড নেয়ার ঠিক সময়, কখন ট্রেড নিলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। এবং বড় বড় নিউজ গুলো বিশ্লেষন করে শিখতে পারবেন কোন ট্রেড নেয়াটা আপনার জন্য ঠিক আর কোনটা ভূল। বেশি সময় দিলে মার্কেট মুভমেন্ট, সুচক সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন ভিডিও ও টিউটোরিয়াল দেখে অভিজ্ঞতার ঝুলি অনেকগুন বাড়িয়ে নেয়া যাবে, আপনার সফলতার পথে অনেক বেশি সহায়ক।