Rsi ইন্ডিকেটরের খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে ইন্ডিকেটর সেট করার সময় ৭০ এবং নিচের ৩০ রেশিও দিয়ে ইন্ডিকেটর সেট থাকে।* আমরা সাধারণত ৭০ এর উপর থেকে নিম্নমুখী মুভমেন্ট করলে বা রেসিস্টেন্ট হিট করে পুলব্যাক করলে সেল দিয়ে ট্রেড করে থাকি। আবার ৩০ এর নিচে কিংবা ৩০ থেকে মার্কেট কল ব্যাক করলে তখন বাই দিয়ে ট্রেড করে থাকি আবার অনেকে ৪০ ও ৬০ সেট করেও ইন্ডিকেটর অনুসরণ করি।