ফরেক্স মার্কেটে লুজার হওয়ার কারন।
আমি প্রথমেই বলে রাখছি যে আমি কোন হাইফাই ট্রেডার না।ফরেক্স মার্কেটে প্রায় ছয় বছরের অভিজ্ঞতার আলোকে কথা গুলো বলছি।ফরেক্স মার্কেটে লুজার হওয়ার প্রথম ও প্রধান কারন হলো লোভ।এই লোভ হল আপনার শত্র।আমরা প্রথমেই ফরেক্স মার্কেটে সম্পর্কে জানি মনে করি এখান থেকে কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবো।তার মানে ফরেক্স মার্কেটে প্রবেশ এর শুরুটা লোভ দিয়ে শুরু হলো।কিছুদিন ডেমোতে লাভ করবেন আর মনে মনে ভাববেন সময় নষ্ট করে লাভ কি এখন তো সময় হয়েছে রিয়েল ট্রেড করার।আসনি আবার লোভের ফাদে পা দিলেন।কয়েক বার রিয়েল একাউন্ট ফাকা করে বোনাস কোথায় পাওয়া যায় সেদিকে ছুটবেন।এভাবেই চলছে চলতে আমরা ফরেক্স মার্কেট থেকে বিদায় নিবো।আমাদের ফরেক্স মার্কেটে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যর্থতার জন্য দায়ী লোভ।আপনার মধ্যেই যদি লোভ থাকে তাহলে আপনি ওভার ট্রেড করবেন মানিমেনেজমেন্ট রুল ফলো করতে পারবেন না।।