মেজর কারেন্সি পেয়ার বা জোড় কত প্রকার ও কি কি?
আমরা সবাই জানি যে কারেন্সি পেয়ার গুলোতে খুব বেশি ট্রেড করা হয় বা ক্রয় বিক্রয় হয়ে থাকে সেই কারেন্সি গুলোকে বলা হয় মেজর কারেন্সি পেয়ার বা জোড় পেয়ার। এই মেজর কারেন্সি পেয়ার বা জোড় পেয়ার হল সাত প্রকার। যেগুলো সঙ্গে আমরা সবাই অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। মেজর কারেন্সি পেয়ার বা জোড় কারেন্সি পেয়ার গুলো হলো-
eur/usd
usd/jpy
gbp/usd
nzd/usd
aud/usd
usd/cad
usd/chf
এই সাতটি হলো মূলত মেজর কারেন্সি পেয়ার বা জোড় কারেন্সি পেয়ার। যা আমরা প্রতিনিয়ত এ পেয়ার সেইগুলোতে ট্রেড করে থাকি।