ফরেক্স কোনো স্বর্ণের খনি নয়।
আপনি যদি এ ধরনের মেন্টালিটি নিয়ে ফরেক্স ট্রেডিং করতে আসেন, যে ফরেক্স স্বর্ণের খনি এখান থেকে শুধু স্বর্ণ তুলবেন তবে লস আপনি করবেনই। এ ধরনের আরামের ব্যবসা ফরেক্স ট্রেডিং না। কিন্তু অনেকেই ফরেক্স ট্রেডিংয়ে আসেন ভুল ধারনা নিয়ে। অনেকে এক্সপার্ট-প্রফেশনাল ট্রেডার সেজে ১০০% লাভের লোভ দেখিয়ে ফরেক্সে বিনিয়োগ করায়, অনেকে মাসে ১০০০ পিপস লাভের লোভ দেখানো সিগন্যাল দেয়, অনেকে হাজার হাজার ডলার ১ দিনেই কামানোর ভুয়া স্ক্রিনশট দেয়। এ সকল কারণে আমরা ভুল ধারনা পাই যে ফরেক্স হল স্বর্ণের খনি। সবাই খনি থেকে স্বর্ণ তুলছে আর আমি তুলবো না? তারপর স্বর্ণ তুলতে এসে সবকিছু খুইয়ে আবার কিছু মাস পর নিজের কাজে ফিরে যাই।