শারিরিক বিনা পরিশ্রমে ফরেক্স থেকে আয় করে *নিজের ব্যবসায়কে উন্নত করা।
আমরা বাসা থেকে রাস্তায় বেড় হলেই দেখি যে রাস্তার দু ধারে অনেক ব্যবসায়ী দোকারপাট, শিল্প কল কারখানা দিয়ে ব্যবসা করে আয় করে যাচ্ছেন। অনেক পরিশ্রমে রোদ নেই বৃষ্টি নেই কত শারিরিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ ব্যবসা করে আয় করে যাচ্ছেন। তাহলে ফরেক্স ব্যবসায় কোন প্রকার শারিরিক পরিশ্রম না করে বাড়ির ছাদে নিচে অফিসের মত এসির লাগিয়ে সৌখিন ব্যবসা করাটা কতটা আরামদায়ক ও কঠোর পরিশ্রম ছাড়াই ব্যবসা করা যায়। তাহলে ফরেক্সকে ব্যবসা করে নিজের ব্যবসায়কে উন্নত করা কতই না সহজ হবে।