একশত ডলারে eur/usd পেয়ারে আপনি সর্বোচ্চ কত লোডে ট্রেড ওপেন করেন?
ফরেক্সে এমন অনেকে ট্রেডার রয়েছে যারা eur/usd পেয়ার বিশেষজ্ঞ। শুধুমাত্র এই পেয়ার ট্রেড করতে বেশি পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার যদি 100 ডলার ব্যালেন্স থাকে সে ক্ষেত্রে eur/usd পেয়ারে সর্বোচ্চ কত লটে ট্রেড ওপেন করে থাকেন? আমি মনে করি কারেন্সি পেয়ারের ট্রেড করা সবচাইতে নিরাপদ অন্যান্য পেয়ারের তুলনায়। আমি যাচ্ছি গোল্ড ও ক্রুড অয়েল পেয়ার থেকে কারেন্সি পেয়ারের মুভ করার জন্য। কেননা নিজের ব্যালেন্সটা টিকিয়ে রাখাটাই প্রধান উদ্দেশ্য।