আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন।আর এই স্ট্যাটাস দিয়ে ফেসবুক বা টুইটাওয়ার একাউন্ট খুলেন দেখবেন আপনার ফরেক্স বন্ধুর অভাব হবেনা।এদের বেশি ভাগ ট্রেডার আবার বিদেশি।এরা আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে ওদের সিগন্যাল কেনার জন্য।ওদের ট্রেড হিস্টরি দেখাবে আরো অনেক কিছু দেখাবে।আসলে এগুলো সত্য না।আপনি যদি ফাদে পরে সিগন্যাল কেনেন তাহলে আপনি ঠকলেন।