মূলত ফরেক্সে ট্রেড করে প্রকৃত কিংবা লস করার জন্য দায়ী আমাদের নিজের কৃতকর্মের। আমরা যদি যথাযথ জ্ঞান লাভের মাধ্যমে উক্ত জ্ঞান অনুযায়ী নিয়মাবলী মেনে ট্রেড করি তাহলে প্রফিট করতে পারব। আর যদি নিয়মবহির্ভূত ট্রেড করে তাহলে লস হবে এটা স্বাভাবিক। তাই বলা যায় যে ফরেক্সপ প্রফিট কিংবা লস আমাদের কর্মের উপর ভিত্তি করে সংঘটিত হয়।