বেশির ভাগ ট্রেডার স্টপ লস ও টেক প্রফিট সেট করে ট্রেড করে থাকেন। সেই অনুযায়ী রিস্ক রিওয়ার্ড সেট করা জানতে হবে। প্রতিটি ট্রেডারের রিস্ক রিওয়ার্ড রেশিও সেট করে ট্রেড করে থাকেন। আমি সাধারণত ১ঃ২ রিস্ক রেশিও সেট করে ট্রেড করে থাকি। আপনি কত পারসেন্ট রিস্ক রিওয়ার্ড রেশিও সেট করে ট্রেড করে থাকেন? যা থেকে আমরাও জ্ঞান লাভ করতে চায়।