ফরেক্স আমরা যখন ট্রেড করি তখন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বেস কারেন্সি এবং কোট কারেন্সির মধ্যে দুটি পার্থক্য বিরাজমান হয় সেটিই হলো স্পেড। আমরা যখন কোন ট্রেড ওপেন করি সেই ট্রেডটি যে পার্থক্য থেকে সেই মাইনাস শুরু হয়। যেমন usd/jpy এর বেস কারেন্সি হলো ১১০.৫৬৪ কোট কারেন্সি হলো ১১০.৫৯৪. তারমানে এর পার্থক্য হল ১৯ পিপস। এই ১৯ পিপস হলো স্প্রেড।