-
Cot এনালাইসিস কি?
COT এর পূর্ণ অর্থ হলো Commitments of Traders. ফরেক্স আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকে এই তিন ধরনের এনালাইসিস এর সমন্বয়ে যে ধরনের এনালাইসিস করা হয় COT এনালাইসিস হিসেবে অবিহিত। COT এনালাইসিস এর মাধ্যমে অনেকে ফরেক্সে সুবিধা করে থাকেন। এই এনালাইসিস সম্পর্কে আমি আমি আরো ভালোভাবে জানতে চাই যদি কেউ ভালো তথ্য জানেন তাহলে শেয়ার করুন।
-
Cot এনালাইসিস সমন্ধে হালকা ধারোনা দেওয়ার জন্য ধন্যবাদ।যে ফরেক্স মার্কেটে যে তিনটি এনালাইসিস আছে তার সমন্বে যে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করা হয় তাই হলো কোর্ট এনালাইসিস।তবে বিষয় টি অনেক জটিল মনে হলে এটি একটি অত্যন্ত কার্যকর একটি ট্রেডিং সিস্টেম।যদি এই এনালাইসিস সমন্ধে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই।তবে ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস করে ট্রেড করলে ট্রেডটির উইনিং পারসেন্ট বেশি থাকে।
-
1 Attachment(s)
কমিটমেন্ট অফ ট্রেডার্স (Commitment of Traders) রিপোর্ট, যা সিওটি বা COT রিপোর্ট নামেও পরিচিত, এটি একটি সাপ্তাহিক সেন্টিমেন্ট ইন্ডিকেটর যা ফরেক্স ট্রেডারদের কোন নির্দিষ্ট কারেন্সি পেয়ার বা অন্যান্য ইন্সট্রুমেন্টের পজিশন সম্পর্কে ট্র্যাক এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি)The Commodity Futures Trading Commission (CFTC) প্রতি শুক্রবার EST সময় 3:30 P.M তে এই রিপোর্ট প্রদান করে,একই সপ্তাহের মঙ্গলবার থেকে আগের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত রেকর্ড করা সমস্ত পজিশনের জন্য। নাম থেকে বোঝা যাচ্ছে, COT রিপোর্ট তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে।
COT রিপোর্টে উপস্থিত তিনটি ট্রেডিং গ্রুপ থাকে - কমার্শিয়াল; নন-কমার্শিয়াল; নন-রিপোর্টাবল ট্রেডার্স।
কমার্শিয়াল ট্রেডার - এরা বেশিরভাগ বৃহৎ বহু-জাতীয় কর্পোরেশন যা তাদের নিজ নিজ ফিউচার মার্কেটে বাণিজ্যিক হেজিং আগ্রহের সাথে থাকে। উদাহরণস্বরূপ, একটি বড় জাপানি প্রস্তুতকারক USD/JPY বিনিময় হারে ওঠানামার জন্য তাদের এক্সপোজার হেজ করতে চাইতে পারে।
নন-কমার্শিয়াল ট্রেডার-এই ডাটা প্রায়শই বড় ট্রেডার সাথে সম্পর্কিত যেমন কমোডিটি ট্রেডিং অ্যাডভাইজার এবং একইভাবে নির্দিষ্ট ফিউচার মার্কেটে ট্রেড করা বড় প্রতিষ্ঠান। উদাহরণস্বরূপ, একটি মেজর কমোডিটি ফান্ড বিশ্বাস করে যে মার্কিন ডলার ইউরোর বিপরীতে ভাল করবে এবং যেমন, ইউরো ফরেক্স ফিউচারগুলিতে ট্রেড করে।
নন-রিপোর্টেবল ট্রেডার-নন-রিপোর্টেবল ট্রেডাররা এমন ট্রেডার যারা কোন গ্রুপে পড়ে না। এরা ছোট ছোট ট্রেডারয়, এগুলি যুক্তিযুক্তভাবে কম তাৎপর্যপূর্ণ এবং COT রিপোর্ট বিশ্লেষণে তেমন আসে না।
COT রিপোর্ট থেকে আমরা কি জানতে পারব?
লং পজিশন: CFTC- তে রেকর্ডকৃত মার্কেটে মোট লং পজিশন বা বাই অর্ডার এর পরিমান জানতে পারব।
শর্ট পজিশন: CFTC- তে রেকর্ডকৃত মার্কেটে মোট শর্ট পজিশন বা সেল অর্ডার এর পরিমান জানতে পারব।
ওপেন ইন্টারেস্ট: ওপেন ইন্টারেস্ট হল কি কোন নির্দিষ্ট তারিখে ট্রেডারারা যে প্রাইস সেট করে বাই বা সেল অর্ডার দিয়ে থাকে তার পরিমান। এবং একটি অর্ডার কেবল তখনই কার্যকর হবে যখন পূর্বনির্ধারিত তারিখ এবং মূল্য পৌঁছাবে।
তারমানে আমরা COT রিপোর্ট ব্যবহার করে মার্কেটে বাইয়ার বা সেলারদের সংখ্যা জানতে পারব, যা আমাদের মার্কেট সেন্টিমেন্ট অর্থাৎ মার্কেট ট্রেন্ড সম্পর্কে বুঝে সফলভাবে ট্রেড নিতে সাহায্য করে।
[ATTACH=CONFIG]15064[/ATTACH]