কেউই ১০০% ধারাবাহিক ট্রেড করতে পারে না সেখানে কিছু লোকসানের ব্যবসা থাকতে হবে কিন্তু সেই ট্রেডগুলিকে কখনোই অবহেলা করবেন না যেগুলোতে আপনাকে লোকসানের কারণ। উল্লেখ করতে হবে আপনার ভুল এবং মনে রাখবেন এই ভুলের পুনরাবৃত্তি করবেন না।
Printable View
কেউই ১০০% ধারাবাহিক ট্রেড করতে পারে না সেখানে কিছু লোকসানের ব্যবসা থাকতে হবে কিন্তু সেই ট্রেডগুলিকে কখনোই অবহেলা করবেন না যেগুলোতে আপনাকে লোকসানের কারণ। উল্লেখ করতে হবে আপনার ভুল এবং মনে রাখবেন এই ভুলের পুনরাবৃত্তি করবেন না।
আজ পর্যন্ত ফরেক্স মার্কেটে এমন কোনো ট্রেডার তৈরি হয়নি যে শতভাগ ট্রেডেই প্রফিট করতে পারেন। যারা 10 বছর ধরে এই মার্কেটের সাথে আছেন তারাও মাঝেমাঝে লস থাকেন। পূণ্য অর্জন অপেক্ষায় পাপ বর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফরেক্স মার্কেটে প্রফিট করার থেকে লস না করা অধিকতর গুরুত্বপূর্ণ। আমাদের সব সময় প্রফিট করার থেকে লস না করার প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। আপনি যখন কোনো একটি ট্রেডে লস করবেন তখন মানসিক চাপ থেকে পরবর্তীতে সেই লস রিকভার করার জন্য হুটহাট ট্রেড নিয়ে বসবেন। আর তার ফলাফল দাঁড়াতে পারে আবারও লস। তার থেকে বরং অপেক্ষা করুন একটি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য। একটি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য যদি দুই/তিন দিন এমনকি এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। মনে রাখবেন সারা সপ্তাহের প্রফিটের জন্য একটি ভালো এন্ট্রি যথেষ্ট।
যেহেতু ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা তাই এখানে কেউ শতভাগ প্রফিট করতে পারে না এখানে ঝুঁকি নিয়ে সকলকে ট্রেড করতে হয়। আর এই সকল কারণে কেউ শতভাগ সফলতা অর্জন করতে পারে না। যদি আপনি প্রতিটি নিয়ম সম্পর্কে জ্ঞান রাখেন এবং সেই নিয়ম অনুযায়ী ট্রেড করেন, মার্কেট এনালাইসিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে তুলনামূলকভাবে কম লস হবে। আমরা তখনই লস করি যখন নিয়মবহির্ভূত ট্রেড করে থাকি। তাই নিয়ম সম্পর্কে জানবো এবং সফল ট্রেডার হতে পারবো।