আমরা অনেকে ম্যানুয়ালি ট্রেড ওপেন করে থাকি আবার অনেকের শর্টকাটে f9 ফাংশন কী ইউজ করে লট নির্ধারণ করে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করে ট্রেড ওপেন করে থাকি। আমি সাধারণত ম্যানুয়ালি ট্রেড ওপেন করি। তবে দ্রুততার সাথে ট্রেড ওপেন করার ক্ষেত্রে শর্টকাট পন্থা ব্যবহার করে থাকি। আপনি কোন পদ্ধতি ব্যবহার করে ট্রেড ওপেন করেন?