আমার জানামতে আমি যখন ফরেক্স মার্কেট এ 2014 সালে শুনেছি তখন থেকেই ফরেক্স মার্কেট এর ব্যবহার কম ছিল আবার 2016 থেকে ফরেক্স মার্কেট এর ব্যবহার অনেক বেশী ছিল। কিন্তু গত 2 বছর যাবত দেখে আসছি যে মার্কেট এর তেমন কোন ট্রেডার দেখছি না এবং বাড়ছেও না বাংলাদেশে। আপনাদের কী মতামত আমাদের বাংলাদেশে ফরেক্স মার্কেট এ ব্যবহার বেড়েছে নাকি দিন দিন কমে যাচ্ছে।