ফরেক্স এ অনেক ধরনের পেয়ার আছে যারা নিজের মত করে পছন্দ করে পেয়ার বাছাই করে ট্রেড করে থাকেন। আমার বেশীর ভাগই euro/usd, gbp/usd, aud/usd, jpy/usd এই পেয়ার গুলো বেশী ভাললাগে। আপনার কোন কোন পেয়ার গুলো ভাল লাগে শেয়ার করুন।
Printable View
ফরেক্স এ অনেক ধরনের পেয়ার আছে যারা নিজের মত করে পছন্দ করে পেয়ার বাছাই করে ট্রেড করে থাকেন। আমার বেশীর ভাগই euro/usd, gbp/usd, aud/usd, jpy/usd এই পেয়ার গুলো বেশী ভাললাগে। আপনার কোন কোন পেয়ার গুলো ভাল লাগে শেয়ার করুন।
সত্যি কথা বলতে গেলে আমার কোন পছন্দের কারেন্সি পেয়ার নেই। আমি সাধারনত কখনোই কারেন্সি পেয়ারের উপর ট্রেডিং করি না এবং আমার কারেন্সি পেয়ার সম্পর্কে খুবই সীমিত জ্ঞান থাকার কারণে যতটা সম্ভব কারেন্সি পেয়ার থেকে দূরে থাকি। আমার মেটাল পছন্দ এবং আমি মেটালের উপর অভিজ্ঞ যার কারণে আমি যখনই ট্রেডিং করি তখন যে কোন মেটাল এর মধ্যে এন্ট্রি করি। সাধারণত গোল্ড এবং সিলভার এর উপর বেশি ট্রেডিং করা হয় যদি এই সময়গুলো আমি একটু কনফিউশনে থাকি তখন ক্রুড অয়েলের এন্ট্রি নেই।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে একটা পিয়ার বেছে নিতে হবে।ফরেক্স মার্কেটে আপনি আপনার পছন্দমতো পিয়ার বেছে নিয়ে ট্রেড করতে পারবেন।এখানে কেউ একটা পিয়ারে কাজ করে কেউ এর চেয়েও বেশি পিয়ারে কাজ করে।আমি ফরেক্স মার্কেটে কয়েক টা পিয়ারে কাজ করি।এর মধ্যে ইউরোইউএসডি ও জিবিপি ইউএসডি পিয়ার আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়।এছাড়াও কানাডা অস্ট্রেলিয়া ও জাপানি পিয়ারে আমি ট্রেড করি।
আমার পছন্দের মাত্র চারটি পেয়ার আছে । যার মাধ্যমে আমি সব থেকে বেশী প্রফিট অর্জন করতে পেরেছি । ফরেক্স এর শুরু থেকেই আমি এই চারটি পিয়ারে অধিকাংশ সময়ে ট্রেড করে এসেছি এবং এই তিনটি শেয়ারের মাধ্যমে আমি সবথেকে বেশি প্রফিট অর্জন করতে পেরেছি যেমন 1। ইউরো ইউএসডি 2। জিবিপিইউএসডি 3। ইউএপি ইউরো জেপিওয়াই 4। ইউএসডি ক্যাড
দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনাকে সঠিকভাবে পেয়ার সিলেকশন করতে হবে। কেননা পেয়ার যদি যথাযথভাবে সিলেক্ট করতে না পারেন তাহলে দীর্ঘ সময় লেগে যাবে সফলতা অর্জন করার ক্ষেত্রে। এজন্য যে পেয়ারে ট্রেড করবেন সেই পিয়ারে ডেমো অ্যাকাউন্ট যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পাশাপাশি মার্কেট মুভমেন্ট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে হবে। আমি সাধারণত পাঁচটি পেয়ারে ট্রেড করে থাকি। এগুলোর মধ্যে তিনটি রিস্ক পেয়ার রয়েছে। আমার প্রিয় পেয়ার গুলো হলো- eur/usd, gbp/usd, xau/usd, xag/usd, crude oil. তবে গোল্ড ক্রুড অয়েল এ দুটি পেয়ারে ট্রেড করা ক্ষেত্রে সাবধানতা সঙ্গে ট্রেড করতে হবে।
আমার পছন্দের কারেন্সি পেয়ার গুলো হলো- eurusd, gbpusd, gbpjpy, usdjpy, audusd, gbpaud gbpnzd ইত্যাদি। ফরেক্সে বহুল ব্যবহৃত কারেন্সি পেয়ার হলো usdeur, usdgbp, gbpusd, gpbeur, usdjpy ইত্যাদি। ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডাররা মেজর কারেন্সি অর্থাৎ ইউএসডি বেজড কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকেন। তবে ব্যক্তি ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। আমি মনে করি ফরেক্স মার্কেটে usdeur, usdgbp, gbpusd, gbpeur, usdjpy পেয়ার খুব জনপ্রিয় কারেন্সি পেয়ার। এই কারেন্সি পেয়ারে রিসর্ট কম থাকে বিধায় বেশিরভাগ ট্রেডার এই কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকেন। কম ঝুঁকি নিয়ে অল্প আয় করতে চাইলে এই কারেন্সি পেয়ারের জুড়ি নেই।
তবে আর্জেন্ট বা অল্প সময়ের মধ্যে মানি মেকিং করতে চাইলে গোল্ড ও ওয়েলে ট্রেড করা যেতে পারে। তবে এসব পেয়ারে ট্রেড করতে হলে অবশ্যই আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে নিতে হবে। অন্যথায় এসব পেয়ারে ট্রেড করা থেকে দূরে থাকাই ভালো। অনেক বেশি অভিজ্ঞতা ছাড়া কোন ধরনের মেটাল, যেমন- গোল্ড, সিলভার এবং ওয়েলে ট্রেড করা ঠিক নয়।