ফরেক্স মার্কেটে রানিং ট্রেড নিয়ে বেশি ভাগ বিগেনার ট্রেডারা টেনশনে থাকে।ফরেক্স মার্কেটে রানিং ট্রেড নিয়ে এক জন ট্রেডার এর টেনশনে থাকার বেশ কয়েকটি কারন আছে।এর মধ্যে অন্যতম তম হলো মানিমেনেজমেন্ট।এ জন ট্রেডার এর একাউন্টে একশত ডলার আছে।সে একটি ট্রেডে লোভে পরে ৫০ ডলার বা তার মোট এমাউন্ট এর উপর রিরিক্স নিয়ে ট্রেড করলে অনেক বেশি টেনশনে থাকবে।সে বারবার মার্কেটে চেক করবে যে লাভ হলো না লস হল।একারনে সে আরও বেশি টেনশনে থাকবে।