সাপোর্ট লেভেল থেকে বাই এবং রেসিসটেন্স লেভেল থেকে সেল ট্রেড নেওয়ার চেষ্টা করুন
সঠিক স্থানে ট্রেড সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রথমে জানতে হবে কোন লেভেলে ট্রেড নিতে হয়। ট্রেড নেওয়ার উপর ভিত্তি করে আমাদের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে থাকে। এজন্য সঠিক স্থানে নেওয়ার পর বিষয়ে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে এবং অনুশীলন করতে হবে। আমি সবসময় চেষ্টা করি সাপোর্ট লেভেল থেকে বাই দিয়ে ট্রেড করার এবং রেসিসটেন্স লেভেল থেকে সেল দিয়ে ট্রেড করার। এতে স্টপ লস অল্প পিপস হলেও সেট করা যায়।
আমরা সাধারণত ট্রেড নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে।