প্রায় ১০ মাস যাবত দেখা যাচ্ছে ফোরামে প্রতিমাসের পেষ্টের বোমাস নিয়মিত দিচ্ছ না। কখন মাসের ২২ তারিখ আবার কখন ২ মাস পর পোস্টে বোনাস দিচ্ছে। এর কারন কি? প্রথম যখন ফরেক্স ফোরামে যুক্ত হয়েছিলাম তখন ১০/১২ তারিখে র মধ্যে বোনাস পেতাম। তবে এখন এমন হচ্ছে কেন?
Printable View
প্রায় ১০ মাস যাবত দেখা যাচ্ছে ফোরামে প্রতিমাসের পেষ্টের বোমাস নিয়মিত দিচ্ছ না। কখন মাসের ২২ তারিখ আবার কখন ২ মাস পর পোস্টে বোনাস দিচ্ছে। এর কারন কি? প্রথম যখন ফরেক্স ফোরামে যুক্ত হয়েছিলাম তখন ১০/১২ তারিখে র মধ্যে বোনাস পেতাম। তবে এখন এমন হচ্ছে কেন?
সাম্প্রতিক সময়ে দেখা গেছে সুনির্দিষ্ট কোনো তারিখে বোনাস প্রদান করা হচ্ছে না। এক সময় ইন্সটাফরেক্সের স্পন্সরকৃত বাংলা ফরেক্স ফোরামে পোষ্টের জন্য পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। এবং এক সময় প্রতি সপ্তাহে বোনাস প্রদান করতেন। পরবর্তীতে এই সিস্টেম পরিবর্তন করে মান্থলি বোনাস প্রদান শুরু করেন এবং পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে forex-forum নির্দিষ্ট কোন তারিখে বোনাস প্রদান করেন না। এমনও হয়েছে দুমাস পর বোনাস প্রদান করেছেন। যেমনটা হয়েছে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বোনাস একসাথে মার্চ মাসের 17 তারিখ প্রদান করা হয়েছে। সর্বশেষ মে-জুন মাসের বোনাস জুলাই মাসে একসাথে প্রদান করা হয়েছে। তবে আমি মনে করি মোনাস প্রদানের জন্য একটা সুনির্দিষ্ট তারিখ থাকা উচিত। এ ব্যাপারে আমি forex-forum অথরিটি তথা মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি বিষয়টি তারা অতি গুরুত্বের সাথে দেখবেন।
ভাই কোন সমস্যাই দীর্ঘস্থায়ী সমস্যা নয়। প্রতিটি সমস্যাই একসময় না একসময় সমাধান হয় এটি তার একটি প্রমাণ। করোনাভাইরাস প্রাদুর্ভাব এর জন্য বিগত কয়েক মাস বোনাস পেতে একটু সমস্যা হয়েছে। যেকোনো বিষয়ে সমস্যা হবে এটিই স্বাভাবিক তার জন্য আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করা উচিত। যেমনটা বর্তমান সমস্যার সমাধান হয়েছে বিগত আগস্ট মাসের বোনাস সেপ্টেম্বর মাসের 2 তারিখে দিয়েছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ ইনস্টাফরেক্স ব্রোকারকে। তাই আমাদের উচিত ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করা।
ভয় পাবার কোন কারন নেই আপনি নিয়মিত আপনার পোস্টিং চালিয়ে যান ফোরামের যখন সময় হবে তখন এমনি এমনি আপনার একাউন্টে ব্যালেন্স এসে পড়বে। আমি দীর্ঘ দেড় বছর যাবত বাংলা ফোরাম এর সাথে সংযুক্ত রয়েছে কোন মাসে ঠিক টাইমে বোনাস পাইনি শুধু 2021 সালের সেপ্টেম্বর মাস ছাড়া। এটি একটি খারাপ লাগার ব্যাপার হলেও চিন্তা করার কোনো ব্যাপার নেই কেননা এমন হওয়ার সম্ভাবনা নেই যে ফোরাম আপনাকে বোনাস প্রদান করবে না। দুই মাস তিন মাস হোক তাতে কোন সমস্যা নেই আপনি পোস্টিং চালিয়ে যান নিশ্চিন্তে।
বিগত দুই মাসের বোনাস এখনো পর্যন্ত দেওয়ার কোনো কার্যক্রম দেখছি না আসলে এমন ভাবে চলতে থাকলে ফরেক্স থেকে অনেক ট্রেডার বিদায় নেবে তার প্রধান কারণ হলো ফরেক্সে অনেকেই কাজ করে থাকে তার কারণ যাদের ইনভেস্ট করার সামর্থ্য নেই তারা ফোরাম বোনাস এর মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে এবং এর থেকে চারা আয় করে নিজের একটি মূলধন সংযুক্ত করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার একটি প্লান নিয়ে ফরেক্স মার্কেটে পদার্পণ করে থাকে কিন্তু সাম্প্রতিক সময়ে ফরেক্স মার্কেটের এই অসদাচরণের কারণে অনেক ট্রেডার হুমকির সম্মুখীন হচ্ছে
আমরা জানি আসলে সাধারণত কয়েক মাস যাবত এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা ফরেক্স এ যেসব পোস্ট করা ব্যক্তিরা আছি আসলে মাঝেমধ্যে এধরনের সমস্যা হয় পরপর দুই মাস হয়ে যায় বোনাস পাইনা কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা একসাথে দুই মাসের বোনাস দিয়ে দিয়েছে। এবং খুব শিগগিরই আমি মনে করছি যে আমরাও বোনাস পেয়ে যাব। ফরেক্স মার্কেট আমরা গত দুই মাস যাবত বোনাস পাচ্ছিনা,,আমি জানি সম্মানিত মডারেটরগণ এসকল ব্যপারে খুব সচেতন তারা খুব দ্রুত আমাদেরকে এই সমস্যার সমাধান দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ সম্মানিত মডারেটরগণ কে।