আমরা সাধারণত যে দুই ধরনের ট্রেড করে থাকি তার মধ্যে একটি হল মার্কেট এক্সিউশন অর্ডার অপরটি হলো পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার এর তুলনায় বেশিরভাগ ট্রেডারগণ মার্কেট এক্সিউশন অর্ডার দিয়ে ট্রেড করে থাকেন। আমিও পেন্ডিং অর্ডার খুব বেশি ইউজ করিনা। মার্কেট এক্সিউশন অর্ডার বলতে আমরা সরাসরি যখন মার্কেট প্রাইস মুভমেন্ট দেখে যে ট্রেড নিয়ে থাকি সেটাই হল মার্কেট এক্সিউশন অর্ডার।