-
পেন্ডিং অর্ডার কাকে বলে?
মার্কেটে এক্সিবিশন অর্ডার দিয়ে আমরা ট্রেড করে থাকি অন্য আরেকটি ট্রেড অপশন হলো পেন্ডিং অর্ডার এর মাধ্যমে আমরা ফরেক্সে ট্রেড করতে পারি। আমরা যখন চলমান মার্কেট এর পরিবর্তে নির্দিষ্ট টার্গেটকৃত কোন প্রাইজে ট্রেড ওপেন করে থাকিস এই প্রক্রিয়ায় হইল পেন্ডিং অর্ডার। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি নির্দিষ্ট প্রাইজে ট্রেড নিতে চাচ্ছেন সেই প্রাইজে কখন যাবে সেই সময় আপনি মার্কেটে অনুপস্থিতিতেও বা অফলাইন থাকতে পারেন। সে ক্ষেত্রে নির্দিষ্ট প্রাইজে অটোমেটিকভাবে ট্রেড নেওয়ার প্রক্রিয়া হল পেন্ডিং অর্ডার।
-
এক কথায় আপনার এনালাইসিস করে যদি এমন মনে হয় যে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে রিট্রাসমেন্ট করে ব্যাক করবে আবার নির্দিষ্ট রেঞ্জ অতিক্রম করলে মার্কেট সেইদিকে কন্টিনিউ করবেন তখন এডভান্স ট্রেড নিয়ে রাখাই হলো পেন্ডিং অর্ডার। ফরেক্সে পেন্ডিং অর্ডার বলতে অ্যাডভান্স এন্ট্রি নিয়ে রাখাকে বোঝায়। অর্থাৎ মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের যাওয়ার আগেই অগ্রিম ট্রেড ওপেন করাকে বুঝায়। এই পেন্ডিং অর্ডার পজিশন ট্রেডিং আবার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি এনালাইসিস করে যদি মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জ ব্রেক করার পরে আরো উপরে যাবে তখন অগ্রিম "but stop" অর্ডার আবার যদি মনে হয় মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জে ব্রেক করার পরে নিচে যাবে তখন অগ্রিম "sell stop" অর্ডার ওপেন করে রাখতে পারেন।
আবার যদি আপনার কখনো মনে হয় মার্কেট আরো বুলিস হবে তখন আপনি বর্তমান প্রাইসের আরো নিচের দিক থেকে বাই নিতে চান তখন "buy limit" অর্ডার এবং যদি মনে হয় প্রাইস আরো নিচের দিকে নামবে তখন বর্তমান প্রাইস এর ওপর থেকে "sell limit" অর্ডার ওপেন করে রাখতে পারেন। ফরেক্সে এই অগ্রিম buy-sell অর্ডার ওপেন করাকেই পজিশন ট্রেডিং বলে।
-
ভাই আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে নতুন যে সকল ট্রেডার কোন মার্কেটে আসে তারা ম্যানুয়ালি অনেক কিছুই জানে না যার ফলে তারা দীর্ঘ সময় মার্কেটে না দিতে পেরে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই এসকল বিষয় সম্পর্কে অবহিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় mt4 এর মাধ্যমে ইন্সটাফরেক্সের বেশকিছু অটো সিস্টেম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা মার্কেটে উপস্থিত না থেকেও রোবটিক নির্দেশিকা প্রদানের মাধ্যমে অটোমেটিক স্টপ লস অথবা টেক প্রফিট অথবা নির্দিষ্ট একটি স্থানে ট্রেড অটোমেটিক বাই অথবা সেল নেওয়া প্রভৃতি বিষয় সম্পর্কে সকলের জানা খুবই গুরুত্বপূর্ণ
-
পেন্ডিং অর্ডার হল কোন ট্রেডার কোন একটি কারেন্সি পেয়ারে একটি ট্রেড নির্দিষ্ট প্রাইসে গেলে সেখানে ট্রেডটি ওপেন করার জন্য ব্রোকারকে অনুরোধ জানানো। একটি উদাহরণ এর সাথে বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরুন আপনি eur/usd পেয়ায়রে ট্রেড এটি পেন্ডিং অর্ডার করতে চান এখন আপনাকে স্থির করতে হবে যে প্রাইস কোন লেভেলে গেলে আপনার অর্ডারটি ওপেন হবে। এখন আপনি ধরুন eur/usd পেয়ারে বর্তমান প্রাইস হল ১.২০০০ এখন আপনি চান যে প্রাইস ১২৫০ তে গেলে সেখানে একটি ট্রেড ওপেন হবে। আর প্রাইস যদি বাড়তে বাড়তে সেই প্রাইস চলে যায় তাহলে সেখানে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে সারাদিন আপনাকে কম্পিউটার এর সামনে বসে থাকতে হবে না। কম্পিউটার বন্ধ থাকলে ও ট্রেডারের ট্রেডটি ওপেন হয়ে যাবে।