1 Attachment(s)
বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফেসবুক কতৃপক্ষ...
দেশের ডিজিটাল অবকাঠামো খাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ১ বিলিয়ন ডলার ( ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করতে আগ্রহী বলে নিশ্চিত করা হয়েছে। বিনিয়োগ করার বিষয়টি আলোচনার প্রথম ধাপ ছিলো বিস্তারিত আলোচনা এখনো বাকী। বাকী আলোচনার পর স্পষ্টভাবে জানা যাবে কোন খাতে তারা বিনিয়োগ করতে চায়৷ বাংলাদেশের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সুতরাং ফেসবুকের কাছে ডিজিটাল অবকাঠামো খাতেই বিনিয়োগ করার আহ্বান জানানো হবে। ধারণা করা হচ্ছে তারা ডিজিটাল খাতেই বিনিয়োগ করবে কেনোনা বর্তমানে এখানে ৪ কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী আছে সুতরাং তারা এই সংখ্যাকে অবশ্যই বৃদ্ধি করতে চাইবে। এক্ষেত্রে তারা দূর্গম এলাকায় ইন্টারনেট পৌছানো, ফ্রি ওয়াইফাই জোন, ডিজিটাল ডিভাইস সহজলভ্যতা সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারে।
[ATTACH=CONFIG]15185[/ATTACH]