আমরা ফরেক্স মার্কেটে একেরপর এক একাউন্ট লস করে চলছি।প্রতি মাসে বোনাস নিচ্ছি আর একাউন্ট্ ফাকা করছি।এর একটাই কারন অতিরিক্ত লাভের আশা করা।বেশি প্রফিট করবো বেশি উত্তোলন করতে পারবো।এই সব ব্যাকডেটেট চিন্তা মাথা থেকে দূর করুন।চিন্তা করুন বেশি না দুই পারসেন্ট ইনকাম করলেই যথেষ্ট।এভাবেই অল্প অল্প করে এগিয়ে যান।দেখবেন আপনি ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে আছেন।আর এই টিকে থাকার চেষ্টা প্রতিনিয়ত করে যাওয়াই উচিত।