ছোট্ট ছোট অর্জন কে বড় লক্ষ্যে পরিনিত করুন।
আমরা ফরেক্স মার্কেটে লোভে পরে বার বার পিছিয়ে পড়ছি।যেটা আমাদের জন্য একান্ত কাম্য নয়।একজন ট্রেডার একশত ডলার ডিপোজিট নিয়ে প্রতি মাসে একশত ডলার ইনকাম এর চেষ্টা করে।যেটা নিত্যান্তই বোকামি ছারা আর কিছুই না।আর যদি আপনি একশত ডলার ডিপোজিট করে মাত্র দুই পারসেন্ট রিক্স নিয়ে ট্রেড করেন।তাহলে আপনি হয় তো অল্প লাভ করবেন আবার লস করবেন।কিন্তু মানুষিক চাপ থাকবেনা।আপনার দুই ডলার কে ছোট করে দেখবেন না।এটা আপনার জন্যই বিশাল অর্জন।এভাবেই আপনি ছোট ছোট টার্গেট নিয়ে এগিয়ে যান।একসময় আপনি যখন ফরেক্স মার্কেটে দক্ষ হবেন।তখন যদি আপনি 5000 ডলার ডিপোজিট করেন তাহলে 5000 ডলারের টু পারসেন্ট হবে একশত ডলার।আগে একটি ট্রেডে টার্গেট ছিল 2 বা চার ডলার এখন সেটা হবে 100 বা 200 ডলার।এভাবেই আপনি ছোট ছোট টার্গেট নিয়ে এগিয়ে যাবেন দেখবেন আপনি অনেক ভালো কিছু করেছেন।