ফরেক্স মার্কেটে নিজের এনালাইসিস কে বেশি গুরুত্ব দেবেন।
আমার জীবনে ঘটে যাওয়া বাস্ত ঘটনা আপাদের সামনে তুলে ধরলাম।পোস্ট টি পরলে আপনারা উপকৃত হবেন।গত মঙ্গলবার ঘটনা একজন বিজ্ঞ বড় ভাই তার টেলিগ্রামে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ফ্রি সিগন্যাল দেয়।আমি মিথ্যা বলবো না সিগন্যাল গুলো ৮০ এর বেশি কাজ করে।আমি ঐ ভাইয়ার সিগন্যাল দেখে ট্রেড ওপেন করি।আমার একটি ট্রেড ওপেন করেছিলাম।যে টা ঐ ভাইয়ার সিগন্যাল এর বিপরীতে।ফলে আমার ট্রেড টি ক্লোজ করে দিয়ে আরও একটি ট্রেড ওপেন করি সিগন্যাল অনুসারে।কিন্তু আমি আমার স্ট্রেজি অনুযায়ী স্টাপলস ব্যবহার করি।ফলে আমি লস করি।আর আমি যে ট্রেডটি একটু লসে ক্লোজ করি সেটা লাভে ছিলো।তবে এখানে আমি কারো দোষ দিবনা কারন দোষ টা আমার।এরপর লস খেয়ে উল্টা অট্রেড করে আবার লস করি।পরে বুঝতে পারলাম আমি যদি কাউকে ফলো না করে আমার স্ট্রেজি অনুযায়ী ট্রেড করতাম তাহলে এসব হতো না।এত লসও হতোনা।যদিও ঐ ভাইয়া অনেক ভালো মানের ট্রেডার তারপর তাকে ফলো করা আমার ঠিক হয় নি।আলহামদুলিল্লা আজকে সকালে একটি ট্রেড ক্লোজ এর মাধ্যমে আমার লস রিকভারির করতে পেরেছি।সেই সাথে শিখতে পেরেছি ফরেক্স মার্কেটে নিজের এনালাইসিস কে বেশি গুরুত্ব দিতে হবে।