বারবার মার্কেট চেক করলে মানুষিক চাপ বাড়বে ও আপনি লস খাবেন।
ফরেক্স মার্কেটে আমাদের মত ট্রেডারদের একটা কঠিন বদ অভ্যাস আছে।আমরা যদি ট্রেড ওপেন করি তা বারবার চেক করি।যা আমাদের জন্য একান্ত কাম্য নয়।আপনি যদি বারবারই মার্কেট চেক করেন আর যদি দেখেন আপনার লাভ ট্রেড টি লসে যাচ্ছে তখন আপনি কোন কিছু না ভেবেই ট্রেড টি ক্লোজ করে দিবেন পরে দেখবেন ট্রেড টি আবার লাভে গেছে।তখন আপনি মানষিক ভাবে আফসেট হয়ে পরবেন।আবার অনেক সময় দেখবেন আপনার ট্রেড টি অনেক লসে যাচ্ছে আপনি আর লস নিতে চাইবেন না আর তাই ট্রেড টি ক্লোজ করে দিবেন।পরে দেখবেন আপনার ঐ ট্রেডটি অনেক লাভ হয়েছে।অতএব আমরা বারবার মার্কেট চেক করার বদ অভ্যাস গুলো ত্যাগ করবো।