নতুন সদস্য নিবন্ধনে সমস্যা।
আমরা বাংলাদেশে ফরেক্স ফোরাম খোলার সাথে সাথে স্কীনে ম্যাসেজ আসে নতুন সদস্য নিবন্ধনে সহযোগিতা করুন আর অতিরিক্ত বোনাস গ্রহন করুন। এই জন্য আমার এক ছোটো ভাইকে ফোরামে নিবন্ধন করিয়ে দেয় কিন্তু একাউন্ট এটাচস্ট করার সাথে সাথে প্রতারণা মূলক কার্যকলাপের কারণে একাউন্টটি ডিজেবল করে দেয়। সে পূর্বে কোনো প্রকার ফরেক্স মার্কেটের সাথে জড়িত ছিলো না। আর একাউন্টি ওপেন করার সময় সঠিক নিয়ম অবলম্বন করে খোলা হয়েছিলো। পূর্বে অনেকেই এই সমস্যা নিয়ে কথা বলেছেন যদি মাননীয় মডারেটর মহাদয় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন তবে নতুন সদস্যদের জন্য খুব উপকার হয়। ধন্যবাদ।