ফরেক্স মার্কেটে আপনি কি একটি সফল ট্রেডিং স্ট্রেজি তৈরি করতে পেরেছেন।
আমরা অনেকে ফরেক্স মার্কেটে এক বছর বা এরো বেশি সময় ধরে আছি।কিন্তু নিয়মিতভাবে প্রফিট করতে পারছিনা।এর প্রধান কারন হলো আমরা এতোদিন ধরে ফরেক্স মার্কেটে আছি কিন্তু একটি সফল ট্রেডিং স্ট্রেজি তৈরি করতে পারিনি।অনেক ট্রেডার আছে যারা বলে ট্রেড করলে অভিজ্ঞতা বাড়ে।কিন্তু আমি বলবো একটি স্ট্রেজি ছারা আপনি যখন ট্রেড করবেন তখন আপনার অভিজ্ঞতা বারবে না।বরং আপনার বদ অভ্যাস বারবে।আপনি ফরেক্স মার্কেটে একটি স্ট্রেজি তৈরি করুন এবং এই স্ট্রেজি অনুযায়ী ট্রেড করুন তাহলে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।আর একটা বিষয় পরিষ্কার যে বেশির ভাগ ট্রেডার একটি প্রফিটেবল স্ট্রেজি তৈরি করতে পারিনি।আর যারা স্ট্রেজি তৈরি করেছে সেটা অত্যন্ত দূর্বল।এ কারনেই আমরা বারবার একাউন্ট লস করছি।আর ভাবছি একদিন না একদিন আমরা সফল হবো।ভুল আপনি ভাবছেন আপনি সফল হবেন।কিন্তু আপনি সফলতার সিরি তৈরি করেন নাই।তাহলে সফলতা কি ভাবে আশা করেন।