ফরেক্সে এমনটা অনেক সময় হয়ে থাকে সবার সাথে যে, ট্রেড করে যখন লস হয় তখন রাগের বশে অনেকে ট্রেড করে থাকেন। যার ফলে সঠিক ট্রেড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ সামর্থ থাকে না। তাই আমি বলবো লস হলে কখনো রাগের বশে ট্রেড নিতে যাবেন না। আমি নিজেই আজ পরিক্ষিত। রাগের বশে কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না।