কোন প্রফিটকৃত ট্রেড লসে যাতে ক্লোজ না হয় সেজন্য এন্ট্রি পয়েন্ট থেকে কিছুটা উপরে যে প্রক্রিয়ায় বা সিস্টেমে অটোমেটিকভাবে ট্রেড ক্লোজ হয় সেটি হল ট্রেড লক। ধরা যাক আমি গোল্ডে ১৮০০ লেভেল থেকে ০.০১ লটে বাই নিয়েছি। বর্তমানে গোল্ডের প্রাইস হল ১৮২০ তারমানে আমার ২০ ডলার প্রফিট হয়েছে। এ অবস্থায় ১৮০৫ ট্রেলিং স্টপ সেট করলে যখন মার্কেট বিপরীতমুখী মুভমেন্ট করবে তখন ১৮০৫ হিট করলে ৫ ডলার প্রফিট নিয়ে অটোমেটিকভাবে ট্রেডটি ক্লোজ হবে। এতে করে আমরা লস থেকে একাউন্ট কে বাঁচাতে পারবো।