1 Attachment(s)
ফরেক্স মার্কেটে ট্রেড সিগন্যাল কি।
ফরেক্স মার্কেটে ট্রেড সিগন্যাল বলতে আমি বুঝি।আমি একটা ট্রেড এন্টি নিবো কি দেখে ট্রেড এন্ট্রি নিবো এটা নিশ্চিত হওয়ার জন্য কিছু কনফরমেশন কেন্ডেল কে সিগন্যাল বলে।ধরু আপনি একটি বাই ট্রেড ওপেন করলেন কি দেখে বুঝবেন যে মার্কেটে বাই হবে।আর অন্দাজ করে যদি ট্রেড করেন তাহলে আপনি লস করবেন।মার্কেট যে বাই যাবে তার কিছু প্রমান বা নমুনা খুজতে হবে।এই নমুনা গুলো হলো সিগন্যাল।যেমন পিনবার ইনসাইডবার ফেকিসেটাপ ও বিভিন্ন ধরনের প্যাটার্ন ও ট্রেন্ড লাইন এই দিক নির্দেশনা দিয়ে থাকে বা সিগন্যাল দেয়।নিচে অস্ট্রেলিয়া ইউএসডি পিয়ারে ৪ ঘন্টার চার্টে লক্ষ করুন।যে একটি ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং দ্বিতীয় টপ থেকে ইংগ্যালফিন বেয়ারিশ সিগন্যাল তৈরি হয়েছে।এই কনফরমেশন গুলো পুজি করে এখানে যারা সেল এন্ট্রি নিয়েছে।তারা একটি স্মার্ট প্রফিট করতে পেরেছেন।
[ATTACH]15317[/ATTACH]