ফরেক্স নিয়ে আপনার স্ট্যাটেজি
আমাদের ফরেক্স প্রফিট করতে চাইলে সবার প্রথমে মাইন্ডসেটাপ ক্লিয়ার করে নিয়ে বসতে হবে। আমার নিজের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছি আমি একটি ট্রেড সেল পজিশন ওপেন করার পর মার্কেট 50 পিপস বাই হয়ে গেলো তার ঠিক 2 দিন পর মার্কেট আবার আমার পজিশনে চলে আসলো তখন আমি সেল পজিশন ক্লোজ করে দিয়ে আবার বাই নিলাম কিন্তু মার্কেট সোজা গিয়ে 200 পিপস সেল হয়ে গেলো এখন যদি আমার পূর্বের ট্রেডটি ওপেন রেখে অপেক্ষা করতাম তবে আমার অনেক লাভ থাকতো কিন্তু মাইন্ডসেটাপ পরিবর্তন করার কারণে লস হয়ে গেলো। এই সমস্যায় কি আপনারাও সম্মুখীন হন।