বেশি লাভ করতে গেলেই একাউন্ট জিরো হয়।
ফরেক্স লাইফে কতবার যে এমন ঘটনা ঘটেছে তার ইয়ত্বা নেই। ট্রেড করছি কম লাভ করে ক্লোজ করে ফেলি ট্রেড, বেশ ভালই প্রফিট করে করে এগিয়ে যাচ্ছি। হঠাৎ কী যেন মনে হলো একটু বেশী লাভের জন্য বড় লটে, বেশী ট্রেড দিতেই ব্যালেন্স খালি হওয়া শুরু হয়, শেষে ব্যালেন্স জিরো হওয়ার পরে মার্কেট ব্যাক করে।আর যারা কম সময়ে কম ডিপোজিট বেশী আয় করতে চায় তারা ফরেক্স থেকে আয় করতে পারে না বরং ফরেক্স এর ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে লস করবেন এবং খুব তারাতারি ফরেক্স থেকে পতন হবেন। তাই কম লাভ করুন এবং নিরাপদ থাকুন।